Header Ads

Header ADS

যেভাবে গুগল প্লে-স্টোর সহ নতুন ভাবে মোবাইল ফোন তৈরি করছে হুয়াওয়ে

চীনের এক নম্বর এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বেশ কিছুদিন আগে থেকেই তাদের নতুন ফোনে গুগলের সেবা ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। এটার পেছনের কারন হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিষয়ক টানাপোড়েন। তবে হুয়াওয়ে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য গুগল প্লে স্টোরের মত অ্যাপ গ্যালারি নিয়ে এসেছে। কিন্তু গুগলের কাছে এটি খুবই নগণ্য । তাই গুগলের সাথে টেক্কা দেয়া এখনই এত সহজ হবেনা বলে তারা একটি কৌশল অবলম্বন করেছে। তারা পুরনো ফোনগুলোকে আবার নতুন ভাবে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে তাদের এই কৌশল বেশি দিন কাজে দেবেনা কারন গ্রাহকের কাছে এসব ফোনের ফিচার গুলো খুব তাড়াতাড়ি পুরণো হয়ে যাবে।
Huawei P30
 জানা গেছে প্রতিষ্ঠানটি বাজারে নতুন ফোন নিয়ে আসবে এবং এতে থাকবে গুগল সেবাও। শোনা যাচ্ছে হুয়াওয়ে বাজারে তাদের পি৩০ ফোনটি পুনরায় নতুন ভাবে আনছে। এতে সবকিছু আগের মতই থাকবে শুধু ডিজাইনে কিছুটা পরিবর্তন আসবে। সর্বপ্রথম ২০১৯ সালে হুয়াওয়ে বাজারে পি৩০ ফোনটি রিলিজ করে। হুয়াওয়ে বলছে তাদের হার্ডওয়্যার খুব ভালো তাই তারা হয়তো বাজার ধরে রাখতে পারবে। তবে ফোনের চিপসেটে বা অন্যান্য পরিবর্তন আনতে গুগলের অনুমতি লাগবে। তাই খুব বেশিদিন তাদের এই কৌশল কাজে না লাগলেও আপাতত বাজার ধরে রাখার জন্য এই কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।

No comments

Powered by Blogger.