মোবাইল অপারেটর থেকে প্রমোশনাল মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে
মোবাইল অপারেটর থেকে প্রমোশনাল মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে
মোবাইল অপারেটর গুলো আমাদের ফোনে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রোমোশনাল মেসেজ পাঠিয়ে থাকে। কলরেট, ইন্টারনেট সম্পর্কিত ও হরেক রকম অফার থাকে এই মেসেজগুলোতে। সময়ে অসময়ে এই মেসেজগুলো আসতে থাকে আমাদের ফোনে, এমনকি গভীর রাতেও। যা অনেক সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এইসব প্রোমশনাল মেসেজের ভীড়ে আমাদের দরকারি মেসেজ গুলোও খুজে পাওয়া মুশকিল হয়ে যায়। নির্দিষ্ট কিছু USSD কোড ডায়াল করে এইসব মেসেজ আসা বন্ধ করা যায়। আবার চাইলে পুনরায় চালুও করা যায়।ছবি : সংগৃহীত |
অপারেটরভেদে USSD ডায়াল কোড সমূহ:
গ্রামীণফোন:সকল প্রোমোশনাল মেসেজ বন্ধ করার জন্য ডায়াল কোড হচ্ছে *১২১*১১০১# । আবার পুনরায় চালু করার ডায়াল কোড *১২১*১১০২#।
রবি ও এয়ারটেল:
মেসেজ আসা বন্ধ করার জন্য প্রথমে *৭# ডায়াল করতে হবে এরপর ২ লিখি রিপ্লাই দিতে হবে। আবার চালু করার জন্য *৭# ডায়াল করতে হবে এবং ১ লিখে রিপ্লাই দিতে হবে।
বাংলালিংক
প্রমোশনাল মেসেজ আসা বন্ধের জন্য OFF লিখে ৬১২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং পুনরায় চালু করার জন্য ON লিখে ৬১২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
টেলিটক
টেলিটকের এইরকম কোন অপশন নেই। তবে যেকোন ধরনের অভিযোগের জন্য ২৮৭২ নম্বরে ফোন করতে হবে।
No comments