কিভাবে ইন্টারনেটে নিজেকে প্রতারিত হওয়া থেকে বিরত রাখবেন
আধুনিক যুগে ইন্টানেট আমাদের জীবনের বিশাল একটি যায়গা দখল করে আছে। বলা চলে ইন্টারনেট ছাড়া পুরো বিশ্ব অচল। বিশ্বজুড়ে অনেক দুষ্কুতিকারীও রয়েছে যারা তাদের অপরাধের মাধ্যম হিসাবে ইন্টারনেটকে ব্যবহার করে থাকে। ইন্টারনেটের মাধ্যমেই বিশ্বে সাইবার ক্রাইম নামের আলাদা একটি অপরাধ দুনিয়া সৃষ্টি হয়েছে। ইন্টারনেট ব্যবহারের সময় আপনাকে আপনার ইমেইল এর মাধ্যমে বা ব্রাউজার বা পপআপ ব্রাউজার এর মাধ্যমে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে প্রলুব্ধ করা হতে পারে। সর্বদা এই সকল অফার এড়িয়ে চলুন তা না হলে আপনি যেকোন মূহুর্তে বিপদে পড়তে পারেন।
মাঝে মাঝে আপনার মেইলে এমন সব মেইল আসতে পারে যে আপনি লটারিতে কয়েক লক্ষ মিলিয়ন ডলার জিতেছেন কিন্তু আপনি আসলে কখনও এরকম কোন লটারিতে অংশগ্রহণ করেননি। সবকিছু ঠিক থাকবে, মেইল এড্রেস, ডোমেইন সবই থাকবে, কিন্তু এগুলো প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছুই না। যদি আপনি এসব প্রতারণার সাড়া দেন তবে কোননা কোন ভাবে এরা আপনার অর্থ হাতিয়ে নিবে। মাঝে মাঝে এমন সব মেইল আসে যে ঐ ব্যক্তি প্রচুর টাকার মালিক কিন্তু কোন টেকনিক্যাল অসুবিধার কারণে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। আপনার কাছে বিভিন্ন ধরনের সাহায্য চাইতে পারে, বলতে পারে যে আপনি এখান থেকে একটা বিরাট কমিশন পাবেন। আসলে এটা একটা ফাঁদ। কেউ কেউ অসুস্থতার কথা বলে আপনার কাছে সাহায্য পেতে পারে। কখনই এসবে কান দেবেন না।
ইন্টারনেটে এসব লোভনীয় প্রস্তাবে সাড়া না দিলে আপনি নিরাপদ থাকবেন।
ছবি : সংগৃহীত |
ইন্টারনেটে এসব লোভনীয় প্রস্তাবে সাড়া না দিলে আপনি নিরাপদ থাকবেন।
No comments