কবে আসছে উইন্ডোজ ১১
মাইক্রোসফ্ট আইটি সেক্টরের অনেক বড় ব্র্যান্ড। আর উইন্ডোজ মাইক্রোসফটের একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম যা বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। উইন্ডোজ ১০ হচ্ছে মাইক্রোসফ্টের সর্বশেষ অপারেটিং সিস্টেম। তবে আজকাল শোনা যাচ্ছে মাইক্রোসফ্ট উইন্ডোজ ১১ নিয়ে আসছে, আসলে এটি গুজব নাকি সত্য ?
যেহেতু মাইক্রোসফ্ট ঘোষণা করেছিল যে, উইন্ডোজ ১০ হচ্ছে উইন্ডোজ সিরিজের শেষ সংস্করণ তাই এখনি বলা যাচ্ছে না তারা উইন্ডোজ ১১ চালু করবে নাকি করবে না। মাইক্রোসফ্ট বর্তমানে উইন্ডোজ ১০ এর আপডেট নিয়ে ব্যস্ত। তাই তারা উইন্ডোজ ১১ এর দিকে এখনি মনোযোগ দিতে চাচ্ছে না। কারণ এজন্য উইন্ডোজ ১০ এর প্রতি মানুষের আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে।
No comments