সৌদি আরব প্রবাসীদের জন্য সরকারিভাবে ইমোতে স্বাস্থ্য সেবার কল সেন্টার
সৌদি আরব প্রবাসীদের কথা চিন্তা করে মেসেজিং আ্যপ ইমোতে কল সেন্টার ও স্বাস্থ্য সেবার হটলাইন খুলেছে সরকার। কয়েকটি নির্দিষ্ট নম্বরে কল করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচী এর তৈরিকৃত মডেলের ভিত্তিতে এই কল সেন্টার পরিচালনা করবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটি। এই সেবা পাওয়া যাবে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং ইতোমধ্যে ৫০ জন চিকিৎসক এর সাথে যুক্ত হয়েছেন। পরবর্তিতে পর্যায়ক্রমে আরও চিকিৎসক এর সাখে যুক্ত হবেন বলে জানা গেছে।
হটলাইন নম্বর ও কল সেন্টারের ইমো নম্বরগুলো যথাক্রমে +8809611999111 এবং +8801400611996, +8801400611996, +8801400611997, +8801400611998, +881958105020।
ছবি : সংগৃহীত |
সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচী এর তৈরিকৃত মডেলের ভিত্তিতে এই কল সেন্টার পরিচালনা করবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটি। এই সেবা পাওয়া যাবে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং ইতোমধ্যে ৫০ জন চিকিৎসক এর সাথে যুক্ত হয়েছেন। পরবর্তিতে পর্যায়ক্রমে আরও চিকিৎসক এর সাখে যুক্ত হবেন বলে জানা গেছে।
হটলাইন নম্বর ও কল সেন্টারের ইমো নম্বরগুলো যথাক্রমে +8809611999111 এবং +8801400611996, +8801400611996, +8801400611997, +8801400611998, +881958105020।
No comments