Header Ads

Header ADS

কিভাবে আপনার ফোনকে করোনা ভাইরাস মুক্ত রাখবেন

শুধু মানুষের সংস্পর্শে নয় করোনা ভাইরাস ছড়াতে পারে মোবাইল ফোনের মাধ্যমেও। সাধারণত আমাদের হাতের মাধ্যমেই করোনা ভাইরাসের বিস্তার হয় সবচেয়ে বেশি, আর মোবাইল ফোনটি বেশির ভাগ সময় আমাদের হাতেই থাকে। তাই এটি হয়ে উঠতে পারে বিপজ্জনক। এক সমীক্ষায় জানা গেছে যে, টয়লেটের সীটের চেয়েও বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে। তাই আপনার ফোনটিকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে।
 যেভাবে আপনার ফোনকে জীবাণুমুক্ত করবেন...
* প্রথমে মোবাইল ফোনটি বন্ধ করুন।
* এরপর ফোনের ব্যাক কাভার খুলে ফেলুন।
* ফোনটিকে পরিষ্কার করার আগে আপনার হাতে স্যানিটাইজার লাগিয়ে নিন।
* এরপর একটি পরিষ্কার কাপড়ে স্যানিটাইজার লাগিয়ে মোবাইলের স্ক্রীন ও পেছনের অংশ ভালো করে পরিষ্কার করুন।
* চার্জিং পোর্ট ও স্পীকার খুব সাবধানে একটি কটন বাড দিয়ে পরিষ্কার করুণ, যাতে কোন ভাবেই মোবাইলের ভেতরে স্যানিটাইজার প্রবেশ করতে না পারে।
* প্লাস্টিক অথবা সিলিকনের ব্যাক কাভার থাকলে এটিকে স্যানিটাইজার অথবা ডিটারজেন্ট এর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।
* সবকিছু পরিষ্কার হয়ে গেলে ১৫ মিনিট পরে ফোনটি অন করে ব্যবহার করুন।

No comments

Powered by Blogger.